বুড়িচং উপজেলার কংশনগর বাজারে গত 19/04/2014 রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পিকআপ, সিএনজি, মোটর সাইকেল ও ৪টি দোকান ভষ্মীভূত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকায় সম্পূর্ন পুড়ে যায়। প্রত্যদর্শীরা জানায়, গত ১৯ এপ্রিল শনিবার রাত্র ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কংশনগর পশ্চিম বাজারে আবদুল লতিফের তেল দোকান থেকে মোটরসাইকেলে তেল দেয়ার সময় সাথে থাকা মোমবাতী থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলীহান শিখা পার্শ্ববর্তী একটি সিএনজি গ্যারেজ, একটি মোটরসাইকেলের গ্যারেজ ও একটি মোটর গাড়ীর পার্সের দোকানকে গ্রাস করে ফেলে। এসময় দোকানের সামনে থাকা ১ টি মিনি পিকআপ, ২ টি হোন্ডা ও দুটি সিএনজি আগুনে পুড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কুমিল্লা, মুরাদনগর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটান্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টা পড়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নেভানোর সময় নাইমূল ইসলাম নামে স্থানীয় এক যুবক আহত হয়। আগুনে ৪টি দোকানে থাকা নগদ টাকা ও মালামাল সম্পূর্ন পুড়ে । এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বুড়িচং থানধীন দেবপুর ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস